সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

Jalpaiguri: পুরভোটের মুখেই ফের ভাঙ্গন বিজেপিতে! এবার জলপাইগুড়ির জেলা সহ-সভাপতির দলত্যাগ

জলপাইগুড়ির জেলা সহ-সভাপতি ধরতি মোহন রায়ের দলত্যাগ, jalpaiguri-bjp-district-level-leader-dharti-mohan-roy-left-bjp-and-then-join-tmc
বিজেপির প্রতিকি ছবি (ফাইল ছবি)

ওয়েব ডেস্ক: সামনেই রাজ্যের বাকি পৌরসভার ভোট! রাজ্যের নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে, বাকি পুরভোট দু'ই দফাতেই হবে। আর সেই ভোট প্রাক্কালে জলপাইগুড়ি জেলা-বিজেপিতে ভাঙ্গন। দল ত্যাগ করলেন বিজেপি জেলা সহ-সভাপতি। নাম ধরতি মোহন রায়। গত বিধানসভা নির্বাচনের সময়েও তাকে টিকিট দেয়নি বিজেপি এতেই জমেছে ক্ষোভের জলীয় বাস্প। কিন্তু সেই জলীয় বাস্প যে মেঘের সাথে মিলিত হয়ে আকাশে উঠে যাবে তা কেউ ভাবেনি।অথাৎ, তৃণমূলের যোগদান। যদিও ধরতি মোহন রায় ছিলেন তৃণমুলের একদা নেতা ছিলেন। জানা গিয়েছে তিনি জলপাইগুড়ির জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। 

প্রাক্তন বিজেপি নেতা ধরতি মোহন রায় দলত্যাগ করার কারণ বলেছেন, "বিজেপিতে গিয়েছিলাম, কিন্তু আমাকে দলের মধ্যে প্রায় নিস্ক্রিয় করে রাখা হয়েছিল। কিন্তু তৃণমূল আমি ছাড়লেও দলের পক্ষ থেকে তারা আমার সাথে যোগাযোগ রেখেই চলেছিল। এই ঘটনা প্রসঙ্গে, জেলা বিজেপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জেলা বিজেপি নেতা অলোক চক্রবর্তী বলেন," মোহন বাবু যেহুতু তৃনমূলে এক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাই আমাদেরও পক্ষ থেকেও ওনাকে জেলা বিজেপির সহ-সভাপতি পদ দিয়েছিলাম কিন্তু দলের টিকিট পাননি তাই এমন ক্ষোভ। 

  • Publishede By: BIPRADIP DAS


Share This

0 Comments: