মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (সংগ্রহীত) |
ওয়েব ডেস্ক: সকাল ৮ থেকেই ত্রিস্তয়ী বলয়ে ঘেরাটোপে ভোট গণণা শুরু। ভোট গণণা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। সকাল থেকে সময় যত গরিয়েছে তৃণমূলের ভোটের অঙ্ক তত ১৪৪ টি আসন ছুঁই ছুঁই করছে। কিন্তু সকাল ১০:৩০ বাজতেই দেখা গেলো তৃণমূল ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৩ টি আসনে জয়ী যা ম্যাজিক ফিগার পার করে গেছে। এদিকে সিপিএম ৪ টি ওয়ার্ড ও কংগ্রেস ৩ টি ওয়ার্ড নিয়েই সন্তুষ্ট। ফলাফল ঘোষণা হতেই মমতা ব্যানার্জি বলেন, "সিপিএম নো পাত্তা-বিজেপি ভোকাট্টা"। এছাড়াও বলেন এই গণ ঊৎসবে গণতন্ত্রের জয়! আরও বেশী করে কাজ করব আমরা"।
- Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: