মেয়র ববি হাকিম ও অনন্য কাউন্সিলররা |
ওয়েব ডেস্ক: বহু টানাপড়নের পর অত:পর কলকাতা পৌরসভার মেয়র শেষ অবধি ববি হাকিম নির্বাচিত হলেন। অতীন ঘোষ হলেন ডেপুটি মেয়র এবং মালা রায় পৌরসভার চেয়ারপার্সন। এদিন তৃণমূলের ১৩৪ জন নয়া কাউন্সিলরদের নাম ঘোষণা করেছেন। পাশাপাশি বিরোধী কাউন্সিলরদেও শুভেচ্ছা জানান। মমতা ব্যানার্জি নয়া কাউন্সলিরদের সাধারণ মানুষদের স্বার্থে কাজ করার নির্দেশ দেন। নয়া কাউন্সিলর নাম ঘোষণাকালীন বলেন,"এই জয় মা-মাটি-মানুষের জয়! মানুষের জয়! এত কুৎসা হওয়া সত্ত্বেও মা-মাটি-মানুষের উপর ভরসা রেখেছে কলকাতা বাসী। এই জয় তাদেরকে উৎসর্গ করে দিলাম"।
- Published By:BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: