কমিশন দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ |
ওয়েব ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ। সেখানে আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু বাম কর্মী-সমর্থকরা ব্যারিকেড ভেঙ্গে কমিশন দপ্তরের দিকে যেতে থাকলে পুলিশ কয়েক কর্মীকে ব্যারিকেড ভাঙ্গার অপরাধে গেপ্তার করে। এহেন পরিস্থিতিতে বাম নেতৃত্ব রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ তোলেন। এর আগে কলকাতা হাইকোর্টকে হলফনামায় নির্বাচন কমিশন জানিয়েছিলেন, "আগামী ২২ -শে জানুয়ারি হাওড়া, আসানসোল,চন্দননগর, বিধাননগরে পুরভোট আয়োজিত হবে"। কিন্তু কমিশন ঘোষণার সময় হাওড়া পৌরসভাকে বাদ রাখে।
এদিকে নির্বাচন কমিশন সৌরভ দাস জানিয়েছে, "ঘোষণার সময় হাওড়া উল্লেখ করেনি কারণ, হাওড়া নিয়ে এক আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। যা নিয়ে রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত কমিশনে জানায়নি, রাজ্য সরকার যত সময় কোনো সিদ্ধান্ত না জানাবে কমিশনে ততটাইম কমিশন কোনো ব্যবস্থা নিতে পারবে না"।এদিকে রাজ্যপাল ধনখড়ের দাবি, "আমি রাজ্যের কাছে প্রয়োজনীয় কিছু নথি চেয়েছিলাম কিন্তু রাজ্যসরকার দেয়নি। এদিকে রাজ্য সরকার দাবি করে আসছে, "আমরা আগেই প্রয়োজনীয় সব নথি রাজ্যপালকে দিয়েছি"। বালি থেকে হাওড়াকে আলাদা করতে সংসদে এই নিয়ে বিলও গেছে। বিলে এখনও রাজ্যপাল সই করেনি। যা নিয়েই মূলত বাকি পুরভোটের সাথে হাওড়ার পুর-ভোটের অনিশ্বয়তা নিয়ে সমস্যা।
- Published By: BIPRADIP DAS
0 Comments: