নিজস্ব গ্রাফিক্স (পাঁচ মতুয়া বিধায়ক) |
ওয়েব ডেস্ক: বলা বাহুল্য, সম্ভবত রাজ্য বিজেপিতে ফের ভাঙ্গন। বুধবার রাজ্য কমিটি গঠন হয়, কিন্কেতু সেখানে মতুয়া সম্প্রদায়ের কেউ ঠাই মেলেনি। তাতেই সম্ভবত ক্ষোভ। ফলস্বরুপ, হঠাৎ রাজ্য বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে Left নিলেন গাইঘাটার বিধায়ক তথা মতুয়া বাড়ির সদস্য সুব্রত ঠাকুর সহ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া ও অম্বিকা রায়, মুকুটমনী অধিকারী ও বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার। যদিও এই ঘটনা প্রসঙ্গে, রানাঘাট দক্ষিন বিজেপির বিধায়ক বলেছেন, "এই রাজ্য কমিটি প্রসঙ্গে মতুয়া কমিটি ও সাধারণ মানুষ খুশী নন"। কেননা লোকসভায় ১৮ টি আসনের মধ্যে ১৫ টিতে মতুয়া প্রভাব রয়েছে। গত বিধানসভা ভোটেও যে ৭৭ টি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি তাতেও মতুয়াদের ভূমিকা রয়েছে। ঠাকুর বাড়ির সদস্য সুব্রত ঠাকুর বলেছেন, "আমি কেন্দ্রীয় নেতা জে.পি নাড্ডার সাথে কথা বলব। এবং বিধায়কদের সাথেও আলোচনা করব"।
এরপরই, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"সবার তো আকাঙ্ক্ষা থাকে নতুন কমিটিতে স্থান পাবার, কিন্তু স্থান না পাবার কারণে মন খারাপ হয়। এই ঘটনাও এমন ভাবেই হয়েছে। বিজেপির এহেন সংসার ভাঙ্গার সংশয় প্রসঙ্গে কটাক্ষ সূরে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় বলেছেন টুইটারে,"নিজগুনে" পরের পর উইকেট পড়েছে বিজেপির। "আজ আরও পাঁচটা গেলো মনে হচ্ছে, শিববাবু শুনলাম সব শুনে কৈলাশে গেছে। আসল বাঙ্গালি কাঁকড়াদের খুঁজিয়া পাইবার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান- মুরুলিধর লেন"।
- Published By: BIPRADIP DAS
0 Comments: