মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

দুই রাজমিস্ত্রির সাথে পালিয়েছে বালির দুই গৃহবধূ, রয়েছেন মুম্বাইতে

lost-two-house-wife-in-bally
নিখোঁজ বালির দুই গৃহবধূ

সজল দাশগুপ্ত: গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর বালির নিশ্চিন্দ থানা এলাকার দুই গৃহবধূর খোঁজ মিললো। পুলিশের তদন্ত সূত্রে জানা গিয়েছে, ওই দুই গৃহবধূ বর্তমানে রয়েছেন মুম্বাইতে। গত দিন সাতেক আগে শ্রীরামপুরে শপিং করতে যাবে বলে বেরিয়েছিলেন। সাথে করেও নিয়ে যায় কর্মকার বাড়ির সাত বছরের নাতিকে।

পুলিশ তদন্তে নেমে বড়বউ এর কললিস্ট ঘেঁটে একটি অচেনা নম্বর পায়। এরপর বাড়ে আরও সন্দেহ। তদন্তে নেমে জানতে পারে ওই ফোন নম্বরটি একজন রাজমিস্ত্রির। পুলিশ আরও জানতে পারে ওই রাজমিস্ত্রি ও তার আরেক সঙ্গী একসময় এই বালির কর্মকার বাড়ির সংস্কারের কাজ করেছিল। সেই রাজমিস্ত্রির বাড়ি মুর্শিদাবাদে সুতি এলাকায়। এই খবর জানতে পেরে পুলিশ মুর্শিদাবাদে রাজমিস্ত্রির বাড়িতে তল্লাশি চালায় কিন্তু সেখানে কারো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে পরবর্তীকালে আরও জানা গিয়েছে, কর্মকার বাড়ির সংস্কারের কাজ করার সময় ওই দুই রাজ মিস্ত্রির সঙ্গে বাড়ির নিখোঁজ দুই বউ-এর সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু এই ব্যাপার নিয়ে মুখ খোলেনি কর্মকার বাড়ির বাকি সদস্যরা। বর্তমানে ওই দুই গৃহবধূ মুম্বাইয়ের কোন জায়গায় আছে সেই বিষয় নিয়ে ধন্দে পুলিশ। যদিও এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: