মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

Malda: বন্দুকধারী সভানেত্রীকে মমতার প্রশাসনিক বৈঠকে আসতে নিষেধ

Malda: বন্দুকধারী সভানেত্রীকে মমতার প্রশাসনিক বৈঠকে আসতে নিষেধ
সভানেত্রী মৃণালিনী মন্ডল মাইতি

ওয়েব ডেস্ক:  আগামী বুধবার মমতার সভা মালদহে।এবার মালদহের বন্দুকধারী পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে মমতার সভাতে আসতে নিষেধ করেছেন দলনেত্রী। বন্দুকধারী নেত্রীর নাম মৃণালিনী মন্ডল মাইতি। সম্প্রতি তিনি নিজের হাতে বন্দুক ধরে সেলফি তুলেছেন যা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যদিও এই ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করেনি নিউজ ভারত বাংলা পত্রিকা। 

মূলত, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকে, সরকারী আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী এলাকায় বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতি বা পৌরসভার চেয়ারম্যানের কাছ দিয়েই খবর নেন দলের নীচু তলার অবস্থা এবং উন্নয়ন প্রসঙ্গে। যেখানে জেলা সফরে মুখ্যমন্ত্রী সেখানে সেই জেলার পঞ্চায়েত সভানেত্রীর এহেন পরিস্থিতিতে তৃণমূল যে "অস্বস্থিতে" রয়েছে তা বলাই ব্যাহুল্য। ঘটনা প্রসঙ্গে, রাজ্য তৃণমূলের সম্পাদক কৃষেন্দুনারায়ণ চৌধুরী জানান, "সভানেত্রীর এহেন কাজ করা উচিত নয়। তবে বন্দুকটি খেলনা নাকি আসল তা পুলিশ অনুসন্ধান করে দেখবে। ছবি দেখে আমি যা বুঝলাম, তাতে ওটা আসল বন্দুক। 

Published By: Bipradip Das 


Share This

0 Comments: