বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

Mamata Banerjee: মুম্বাইয়ে জাতীয় সঙ্গীতের অবমাননার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

Mamata Banerjee: মুম্বাইয়ে জাতীয় সঙ্গীতের অবমাননার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর
মুখ্যমন্ত্রী মুম্বাই সফরে

ওয়েব ডেস্ক: মুম্বাই সফরে গিয়ে ভারতের জাতীয় সঙ্গীত অবমাননা করার জন্য এবার মুম্বাইয়ের বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন। বিজেপি নেতার দাবি, "প্রথমে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই নাকি জাতীয় সংগীত গেয়েছেন তারপর উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছেন।" এছাড়াও রাজ্য বিজেপি টুইট করে জানায়, ‘‌মমতা ব্যানার্জি প্রথমে বসেছিলেন। তারপর উঠে দাঁড়ান। তারপর মাঝপথেই জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দেন। মুখ্যমন্ত্রী হিসেবে আজ উনি বাংলার সংস্কৃতি, জাতীয় সংগীত, দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন।’‌

ঘটনা প্রসঙ্গে তৃনমূলের মুখপাত্র, কুনাল ঘোষ টুইট করে বলেন, "জাতীয় সঙ্গীত নিয়ে @MamataOfficial -এর বিরুদ্ধে ভিত্তিহীন কুৎসা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী 'জন গণ' গাননি। গানের শব্দ ধরে ভাবার্থ বিশ্লেষণ করে দেশের ঐক্য, ঐতিহ্য, সম্প্রীতি, সংহতির কথা তুলে ধরছিলেন। বিজেপি না বোঝে প্রকৃত জাতীয়তাবাদ, না বোঝে জাতীয় সঙ্গীত, না বোঝে জাতীয় সংহতি।"

Published By: Bipradip Das 


Share This

0 Comments: