ওয়েব ডেস্ক: এবার বাংলার মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হয়ে গেলো দার্জিলিং এর পাহাড়েও। জানা গেছে সচিবালয়ের কাজ শেষ আগামী ২৭ -শে ডিসেম্বর দার্জিলিং সফর রয়েছে মমতার। সেই সময় উদ্ভোবন করতে পারেন সেই সচিবালয়। এই সচিবালয় উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তর তৈরি করেছে। বিজেপি বার বার দাবি করে এসেছে উত্তরবঙ্গে তৃণমূল সরকারে আসার প র কোনো উন্নয়ন হয়নি। এমনকি এই উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত রাজ্য করার ভাবনা ছিলো বিজেপি সাংসদের। যদিও সাংসদের সিদ্ধান্তকে ব্যাক্তিগত সিদ্ধান্ত বলেই উড়িয়ে দিয়েছিল রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রীর এহেন সচিবালয় কতটা গুরুত্বের প্রভাব পড়বে তা সময় বলবে! কিন্তু আপাতত পরিস্থিতি অনুসারে বলাই বাহুল্য, উত্তরবঙ্গকে নিয়ে বর্তমানে বিশেষ ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই নতুন সচিবালয়ে অফিস ও কনফেরান্স রুম এছাড়াও রয়েছে একটি রান্নাঘর।
- Published By: BIPRADIP DAS
Categories:
উত্তরবঙ্গ
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: