বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

Bally: পুলিশকে যথারীতি ধমক অনন্যার! "আপনাদের কে মাথা ঘামাতে বলেছে"?

missing-two-lost-house-wife-in-bally
বালির অনন্যা ও রিয়া দুই গৃহবধূ

ওয়েব ডেস্ক: বালির এক বাড়িতে কাজ করতে এসেছিল দুই রাজমিস্ত্রি। থাকে মুর্শিদাবাদে। এদিকে বালির সেই বাড়িতে আছে দুই গৃহবধূ। কর্মস্থলেই হয়ে যায় চার চোখ এক জায়গায়। প্রেমে পড়েন একের অপরে। জানা যায়, তাদের স্বামী কর্মস্থলের জন্য দুবাইতে থাকেন। আসেন মাস ছয়েক বা আরও পরে। থাকে স্বামীর সাথে দুরুত্ব। হঠাৎ একদিন বাড়িতে শ্রীরামপুরে শপিং করবার নাম করে বের হয়। তারপর থেকে দু'দিন ছিলেন বেপাত্তা। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ জিডি( জেনারেল ডায়েরি) করা হয়। পুলিশিও নেমে পড়ে তদন্তে। প্রথমে রাজমিস্ত্রির বাড়ি সন্ধানে উঁকি মারা তারপর টাওয়ার লোকেশন ট্রাক করে সন্ধান নেওয়ার চেষ্টা। কিন্তু সেখানেই মেলে কিছু বিস্ফোরক প্রমান যা পুলিশকে আরও একধাপ তদন্তে এগিয়ে দিয়েছিল। জানা যায়, ওই গৃহবধূ বাড়ি থেকে বেরোনোর আগে কয়েকটি অচেনা নাম্বারে একাধিকবার কল করা হয়েছিল। পরে তদন্ত করে জানা যায় কল ছিল মুর্শিদাবাদের সেই রাজমিস্ত্রির। যদিও পুলিশ মুর্শিদাবাদে গিয়েও কোনও লাভ হয়নি ততক্ষনে তারা মুম্বাই পৌঁছে গেছে দুই গৃহবধূকে সাথে নিয়ে।

এরপর, পুলিশ অপেক্ষা করছিল কবে রাজ্যে ফিরবে কোনো প্রয়োজনে। ঠিক! তাই হয়েছে। ফাঁদ পেতেছে পুলিশ আগেই। কেননা পুলিশের কাছে খবর ছিলো অই দুই গৃহবধূ আসানসোল হয়ে ফিরবে। সেই মতো পুলিশে ফাঁদে পা দেয় দুই গৃহবধূ। আটক করে ট্রেনের কামরাতেই। পুলিশকে আটক করতে দেখেই রীতিমতো রেগে যায় বড়ো বউ অনন্যা, যদি সেই সময় ছোটো বউ চুপচাপই ছিল। গলা উঁচিয়ে পুলিশকে বলে,"আমি শুভঙ্করকে ভালোবাসি, আপনাদের কে মাথা ঘামাতে বলেছে! আমরা নিজ-ইচ্ছায় এসেছি"। পুলিশ তাদের কাছ থেকে জানতে পেরেছে, "অনন্যা ও রিয়ার ইচ্ছা ছিলো নিজস্ব পছন্দ মতো ছেলের সাথে প্রেম করে সংসার করবেন"।   

Publsihed By: BIPRADIP DAS  


Share This

0 Comments: