সংসদে ড্রেরেক ও ব্রায়েন রুল্বুক হাতে |
ওয়েব ডেস্ক: আগেই অভিযোগ ছিল, রাজ্যসভায় শীতকালীন অধিবেশনে নির্বাচন সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালীন সাংসদ ড্রেরেক ও ব্রায়েন রুল বুক রাজ্যসভার চেয়ারপার্সনের দিকে ছুড়ে মারেন এহেন অসংসদীয় কর্মকাণ্ডের জন্য শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড হন। এই সাসপেন্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করাতেই লোকসভার সামনে গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসেন। সাথে দোলা সেনও সাসপেন্ডও হয়েছিলেন। এই ধর্নায় উপস্থিত ছিলেন, সাংসদ সৌগত রায় ও কল্যাণ বন্ধ্যোপাধ্যায় সহ নদীয়ার সাংসদ মহুয়া মিত্র।
কিন্তু এরপরই হঠাৎ করোনায় আক্রান্ত হন সাংসদ ড্রেরেক ও ব্রায়েন। গোয়ার নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। ইতি মধ্যে তা টুইট করে জানিয়ে দিয়েছেন। এও বলেছেন যারা আমার সংস্পর্শে হয়েছিলেন তারা শীঘ্রই পরীক্ষা করিয়ে নিন। আমার দেহে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। আপনারা অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। আমি অতি সতর্ক ভাবে থাকতাম তাও আমি করোনায় আক্রান্ত হলাম। করোনার নতুন রুপ ওমিক্রন যেভাবে দেশে ছড়িয়ে পড়েছে তাতে দেশের অনেক রাজ্যে নাইট-কার্ফু চালু হয়েছে। ইতি মধ্যে তা মহারাষ্ট্র ও দিল্লীতে বহাল রয়েছে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: