রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

এবার মহারাষ্ট্রেও ওমিক্রনের থাবা, আক্রান্ত ৭ জন

এবার মহারাষ্ট্রেও ওমিক্রনের থাবা, আক্রান্ত ৭ জন
করোনার নতুন প্রজাতি

ওয়েব ডেস্ক: প্রথম ১ থাবাতেই ভারতের কোটি কোটি মানুষ মারা গেছে করোনা আক্রান্তে। এবার করোনা নয়! তবে বলতে পারেন করোনার নতুন রুপ। যা ওমিক্রন নামে পরিচিত, প্রথমে কর্ণাটকে এবার মহারাষ্ট্রে আরও ৭ জন 'ওমিক্রন'-এ আক্রান্ত। আস্তে আস্তে দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন প্রজাতি। 

জানা যায়, এক ব্যাক্তি তানজানিয়া থেকে দিল্লিতে ফেরেন, তখন বিমানবন্দরে করোনার পরীক্ষার পজিটিভ আসে। কিন্তু তাদের দেহে করোনার দুটি ডোজ নেওয়া ছিলো। অন্যদিকে মহারাষ্ট্রে যার দেহে প্রথম ওমিক্রন ধরা পড়েছে তার বয়স ৩৩ এবং তিনি দক্ষিণ আফ্রিকা থেকেই ফিরেছেন ভারতে। তারও দুটো ডোজ নেওয়া ছিল, উল্লেখ্য যে, এই ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকাতেই শনাক্তকরণ হয়েছিলো।  

Published By: Bipradip Das


Share This

0 Comments: