বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

Omicron India: কর্ণাটকে দু'ই জন আক্রান্ত! ভারতে ঢুকেই চোখ রাঙ্গাচ্ছে ওমিক্রন

কর্ণাটকে দু'ই জন আক্রান্ত! ভারতে ঢুকেই চোখ রাঙ্গাচ্ছে ওমিক্রন
সংগ্রহীত

ওয়েব ডেস্ক: Corona-র নতুন ভ্যারিয়েন্ট Omicron, আর সেই ওমিক্রনের দাপট দেখাতে চলেছে ভারত জুড়ে, এমনটাই জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বিশ্ব-স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনের জন্য যদি কোভিডের আরও একটি ঢেউ আসে, তার পরিণতি হবে খুবই খারাপ। Omicron ভ্যারিয়েন্টের প্রভাব থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায়, ভিড় এড়ানো,  হাতে মুখে ঘন ঘন হাত না দেওয়ার মাধ্যমে এর হাত থেকে বাঁচা যেতে পারে। 

ইতিমধ্যে, ভারতে ঢুকেছে ওমিক্রন। জানা যায় কর্ণাটকে দু'ই জন এই রোগে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানায়, তারা দু'ই জনের আফ্রিকার নাগরিক। ব্যবসায়িক সূত্রে তারা ভারতে এসেছিলেন। তাদের এই মুহূর্তে আইসোলেট রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ৪৬ এবং আর একজনের বয়স ৬৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সুত্রে, এদিকে দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৬৫ জন। যা গত দিনের তুলনায় অধিক। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭৭ জনের।  

agarbati-bussiness

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: