সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের তথ্য-প্রতিমন্ত্রী মুরাদ হাসান-কে পদত্যাগের নির্দেশ শেখ হাসিনার

বাংলাদেশের তথ্য-প্রতিমন্ত্রী মুরাদ হাসান-কে পদত্যাগের নির্দেশ শেখ হাসিনার
বাংলাদেশের তথ্য-প্রতিমন্ত্রী মুরাদ হাসান (ফাইল চিত্র)

আন্তর্জাতিক ওয়েব ডেস্ক: বাংলাদেশের বহুল বিতর্কিত তথ্য-প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আগামীকাল মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন আজ বাংলাদেশের শাসক দল তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।  কেন এই পদত্যাগ? সম্প্রতি জানা গিয়েছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নিয়ে তথ্যমন্ত্রীর ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই মন্তব্যের বিরোধীতা করে সোচ্চার হয়েছিলেন বাংলাদেশের নারী অধিকার-কর্মীসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ।


এছাড়াও বাংলাদেশের এক চিত্র-নায়িকার সাথে টেলিফোন কথোপকথনের একটি অডিও ক্লিপ সারা নেট দুনিয়াতে ছড়িয়ে গেছিল যা সরকারের কেমন চরিত্র তা নিয়ে প্রশ্ন উঠেছিল সমাজের বিভিন্ন শ্রেনিতে।দেশটির সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিক বৈঠক করে জানান, ‘আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি আজ রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই।’
  • Published By: Bipradip Das 

Share This

0 Comments: