মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

Suvendu Adhikary: শুভেন্দুর যাত্রাপথ আটকে দেয় পুলিশ, পুলিশ কর্তাদের তীব্র ভৎসনা শুভেন্দুর

police-blocked-shuvendu-journey
পুলিশের মুখোমুখি রাজ্যের বিরোধী দলনেতা

বিশ্বজিৎ নাথ: প্রাকৃতিক দুর্যোগের কারনে কয়েকদিন বাঁকুড়া জেলার কোতলপুরের বালিঠা গ্রামের প্রান্তিক কৃষক তাপস কোটাল আত্মঘাতী হয়েছেন। সোমবার ছয়জন দলীয় বিধায়ক নিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ ব্যারিকেড করে শুভেন্দুর যাত্রাপথ আটকে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে শুভেন্দু অধিকারী উপস্তিত পুলিশ কর্তাদের তীব্র ভৎসনা করলেন। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বাবা-মা পড়াশুনা করিয়েছে। আমাদের করের টাকায় বেতন হয়। একদম লাজ-লজ্জা নেই। 

আরও খবর, পাঁচ ঘণ্টা জেরা অমিতাভ পুত্রবধূ ঐশ্বর্য রাইয়ের

মনে হচ্ছে অভিষেকের শান্তিনিকেতনের বাড়ি থেকে আপনাদের বেতন হয়। এরপরই শুভেন্দু পুলিশ কর্তাদের কলকাতা হাইকোর্টে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। শুভেন্দুর দাবি, তিনি মমতাকে হারানো লোক। তিনবারের বিধায়ক এবং তিনবারের সাংসদ। ২০১১ সালের আগে সিপিএমকে সোজা করেছেন। মৃত কৃষকের বাড়িতে ঢুকতে বাঁধা পেয়ে কোতলপুর দলীয় কার্যালয়ে তাঁর ভাইয়ের হাতে দলের তরফে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • Published By: BIPRADIP DAS 

Share This

0 Comments: