বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

Covid Hooghly: শ্রীরামপুরের একই স্কুলের চারজন শিক্ষিকা করোনায় আক্রান্ত

Covid Hooghly: শ্রীরামপুরের একই স্কুলের চারজন শিক্ষিকা করোনায় আক্রান্ত
শ্রীরামপুর রমেশচন্দ্র গালস হাই-স্কুল

ওয়েব ডেস্ক: গত কুড়ি মাস ধরে স্কুল-কলেজ ছিল বন্ধ। করোনার প্রকোপ কমতেই ফের কিছুদিন আগে রাজ্যে স্কুল-কলেজ এবং সমস্ত লোকাল ট্রেন চালু করেছে রাজ্য সরকার। শুরু হয়েছে কোভিড মেনে শিক্ষাকেন্দ্রের পঠন-পাঠন। কিন্তু স্কুল-কলেজ খুলতেই ফের করোনার দাপট। জানা যায়, শ্রীরামপুর রমেশচন্দ্র গালস হাই-স্কুলের চার শিক্ষিকাই করোনার আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে। 

আরও খবর, বাংলার সরকারি চাকরির ক্ষেত্রে "বাংলা-ভাষা" বাধ্যতামূলক 

ঘটনা প্রসঙ্গে, স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী পাল জানান,"স্কুলের যে চারজন শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সরকারি কোভিড নির্দেশ মেনেই স্কুলের পঠন-পাঠন চলছে। স্কুলে ছাত্রীদের প্রবেশের সময় স্যানিটাইজ করা হচ্ছে। এছাড়াও মাস্ক পড়া বাধ্যতামূলক। 

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: