সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অরিজিতা শীলের বাড়ির সামনে গুলি চালনোর অভিযোগ

প্রাক্তন চেয়ারম্যান অরিজিতা শীল ও বর্তমান চেয়ারম্যান আদিত্য নিয়োগী
প্রাক্তন চেয়ারম্যান অরিজিতা শীল ও বর্তমান চেয়ারম্যান আদিত্য নিয়োগী

ওয়েব ডেস্ক: কলকাতা পুরভোটের পর নির্বাচন কমিশনের ঘোষণা মতো, সামনেই রাজ্যের বাকি পৌরসভার পুর-ভোট। আর সেই পুরভোটের মুখেই হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অরিজিতা শীলের বাড়ির সামনে গুলি চালনোর অভিযোগ ওঠে। প্রাক্তন চেয়ারম্যান অরিজিতা শীল জানান, সামনেই পুর-নির্বাচন আর তাতে আমি যাতে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারি তার জন্য ভয় দেখানো হচ্ছে। গত কয়েক মাস বাঁশবেড়িয়া পৌরসভার বর্তমান চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে গুলি করার ঘটনায় অরিজিতা শীলের স্বামী সোনা শীলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় বর্তমানে জামিনে মুক্ত আছে। 
প্রাক্তন চেয়ারম্যান বলেন,"গতকাল রাত্রি ১০ টা নাগাদ তিনটে বাইকে করে কিছু দুষ্কৃতি এসে দু'ই রাউন্ড শুন্যে গুলি করে চম্পট দেয়"। এর আগেও আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। যাতে আমার স্বামী এলাকায় না আসতে পারে তার পরিকল্পনা মাফিক এই ঘটনা, এই নিয়ে আমি থানায় অভিযোগ জানাব। আমি ২০১০ সাল থেকে তৃণমূল করেছি, দুই বার কাউন্সিলর ও এক বার(পাচ বছর) পৌরসভার চেয়ারম্যান ছিলাম। কিন্তু এই ঘটনাকে তৃণমূল একটি সাজানো নাটকের আখ্যা দিয়েছে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: