রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি) |
বিশ্বজিৎ নাথ: বুধবার নদীয়ার হাঁসখালিতে একটি দলীয় কর্মসূচিতে এসে কলকাতা কার্পোরেশনের নির্বাচন নিয়ে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, কলকাতা কার্পোরেশনে ভোট হয় নি। ইভিএম মেশিনে VV PAD ছিল না। সিসিটিভি ক্যামেরা তার খোলা ছিল। এরপরই শুভেন্দুর সংযোজন, দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক ভাইপোর সঙ্গে বসে ঠিক করেছিল কে কোন আসনে জিতবে।
কর্মসংস্থানের প্রশ্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর জবাব, ক্ষমতায় এসে মমতার সরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছে। রাজ্যে ৪০ টি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মৃত্যু ঘটেছে। নথিভুক্ত বেকার ৮০ হাজার বেড়ে এখন দুই কোটি হয়েছে। তাছাড়া আগে পাঁচ লক্ষ শ্রমিক ভিন রাজ্যে কাজ করতেন। এখন তা বেড়ে ৪০ লক্ষে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, নদীয়ার হাঁসখালি বিডিও অফিসের কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে এদিন ডেপুটেশনের কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই দলীয় কর্মসূচিতে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- Published By: BIPRADIP DAS
0 Comments: