বিশ্বজিৎ নাথ: শিয়ালদহ মেইন শাখার আগরপাড়া স্টেশন সংলগ্ন দক্ষিণ স্টেশন রোডে অবৈধভাবে দখলে থাকা রেল কোয়ার্টার উচ্ছেদকে ঘিরে শুক্রবার বেলায় তীব্র উত্তেজনা ছড়াল। পূর্ব রেলের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছিল, ৩০ ডিসেম্বরের মধ্যে সমস্ত কোয়ার্টার খালি করে দিতে হবে। কিন্তু দখলদারেরা কোয়ার্টার খালি না করায় এদিন বেলায় রেলের অধিকারিকরা এবং আর পি এস জবরদখল কোয়ার্টারগুলো উচ্ছেদ করতে আসেন। পানিহাটি পুরসভার স্থানীয় কো-অর্ডিনেটর অনুপম দত্তের উপস্থিতিতে রুখে দাঁড়ায় তৃণমূলের লোকজন ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের বাঁধা পেয়ে পিছু হটতে বাধ্য হয় রেল প্রশাসনকে। স্থানীয়রা এদিন ক্ষোভের সঙ্গে বলেন, পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদের বিরুদ্ধে তাদের আন্দোলন জারি থাকবে। স্থানীয় কো-অর্ডিনেটর অনুপম দত্ত জানালেন, এখানে বহু বছর ধরে শতাধিক পরিবার বসবাস করছেন। করোনার জন্য গত দুবছরে এখানকার বাসিন্দাদের অবস্থা অত্যন্ত কাহিল। ওদেরকে পুনর্বাসন দিয়েই রেলকে জায়গা খালি করতে হবে। তাছাড়া পুরসভার পক্ষ থেকেও চেষ্টা চলছে জায়গা খুঁজে সেখানে ওদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার।
- Published By: BIPRADIP DAS
Categories:
উত্তর ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: