সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

জেল হেফাজতে যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা টিটাগড়ে

জেল হেফাজতে যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা টিটাগড়ে
রাস্তা আটকে সাধারণ মানুষের বিক্ষোভ

বিশ্বজিৎ নাথ: জেল হেফাজতে এক যুবকের মৃত্যুকে ঘিরে রবিবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ালো টিটাগড়ে। জানা গিয়েছে,  মৃত যুবকের নাম নাম মইনুদ্দিন খান ( ১৯ )। তাঁর বাড়ি টিটাগড় থানার ব্যারাকপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ছাইমাঠ এলাকায়। মইনুদ্দিন রঙের কাজ করতো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ ডিসেম্বর একটি স্কুলে চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল টিটাগড় থানার পুলিশ। অভিযোগ, পুলিশ পৌঁছনোর আগেই তাম্মা নামে একজন দলবল নিয়ে মইনুদ্দিনকে মারধোর করে। স্কুল ঘরের পাখার সঙ্গে ওকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 

জেল হেফাজতে যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা টিটাগড়ে
টিটাগড় থানার সামনে অবস্থান বিক্ষোভ

কিছুক্ষন বাদে দড়ি ছিঁড়ে নীচে পড়ে যায়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের মারেই ওঁর মৃত্যু হয়েছে। মৃতের পরিবার জানিয়েছে, থানা থেকে ওকে দমদম সংশোধনাগারে পাঠানো হয়েছিল। শনিবার সন্ধ্যায় মৃত্যু হয়েছে। অভিযোগ, মইনুদ্দিনের মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়েছে ওইদিন মধ্য রাতে। এদিকে এদিন দুপুরে বিচারের দাবিতে থানায় জমায়েত হন মৃতের পরিবার ও পরিজনরা। অভিযোগ, পুলিশ ধাক্কা মেরে জমায়েত কারীদের বাইরে বের করে দেয়। এরপর ক্ষিপ্ত জনতা থানার সামনেই বিটি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে। কিছুক্ষন বাদে টিটাগড় থানার পুলিশ লাঠি উঁচিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: