শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

Kolkata Polls: কমিশনকে মজবুত তথ্য দিতে নির্দেশ হাইকোর্টের

Kolkata Polls: কমিশনকে মজবুত তথ্য দিতে নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট

ওয়েব ডেস্ক: কলকাতা পুর-ভোটে কেন্দ্রীয় বাহিনী লাগবে কিনা তা আগামী শনিবার জানা যাবে। আজ প্রধান বিচারপতি শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই নিয়ে শুনানি হয়। জানা যায়, আদালতে উপস্থিত কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে প্রশ্ন করা হয় আদালতের পক্ষ থেকে, "এখন কি বাহিনী আনা সম্ভব"? সলিসেটর জবাব দেন, "হ্যা সম্ভব, তা ৬ ঘন্টার মধ্যেই সম্ভব"। এরপর কমিশনের আইনজীবী বাহিনী সম্পর্কে সঠিক তথ্য আদালতকে নয়া দিতে পারায় রাজ্য নির্বাচন কমিশনকে ভৎসনা করে বলেন,"আপনারা কি এই মামলাটিকে গুরুত্ব ভাবেন না? কত বাহিনী মোতায়েন করা হবে"? উত্তরের কমিশনের আইনজীবি জানান, ১০ হাজারের কিছু বেশী বাহিনী। এ উত্তর প্রসঙ্গে আদালত সন্তুষ্ট হয়নি। তখনিই আদালত বলেন, কমিশনকে সঠিক ও মজবুত তথ্য পেশ করতে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: