রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

দোরগোড়ায় কড়া নাড়ছে পৌর নির্বাচন, জেলার সভাপতি ও পর্যবেক্ষকের পদে রদবদল ঘটালো রাজ্য বিজেপি

the-state-bjp-reshuffled the-posts-of-district-president-and-observer
বাঁকুড়া জেলা কমিটি

অনিকেত বাউরী,বাঁকুড়া: রাজ্য কমিটির পর এবার রাজ্যের বিভিন্ন জেলা কমিটি ঢেলে সাজাতে তৎপর হলো বিজেপি রাজ্য নেতৃত্ব। আজ বিজেপি রাজ্য সদর দপ্তর থেকে প্রকাশিত একটি তালিকা মাধ্যমে জানানো হয়েছে, বিজেপির অন্যান্য জেলা সাথে সাথে বাঁকুড়া জেলার জেলা পর্যবেক্ষক এবং জেলা সভাপতি বদল ঘটানো হয়েছে।

তালিকা অনুযায়ী বিজেপির সাংগঠিক বাঁকুড়া জেলার দায়িত্ব পূর্বতন জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রের কাঁধ থেকে সুনীল রুদ্র মন্ডল এর হাতে দেওয়া হয়েছে। এই সুনীল রুদ্র মন্ডল বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি দ্বায়িত্বে বহাল ছিলেন। বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলার পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে কোতুলপুর এর বিধায়ক প্রাক্তন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি হরকালি পতিহার কে।

mursidabad-latest-news

অন্যদিকে বিজেপির সাংগঠিক বিষ্ণুপুর জেলার সভাপতি, পূর্বতন জেলা সভাপতি সুজিৎ অগস্তি হাত থেকে দায়িত্ব এডভোকেট বিল্লেশ্বর সিনহার কাধে দেওয়া হয়েছে। এই বিল্লেশ্বর সিনহা জেলা বিজেপির ল্ সেলের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে বহাল ছিলেন। বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক হিসাবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিবেকানন্দ পাত্র কে।

এছাড়াও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে পাশের জেলা বর্ধমানের বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব পাঠানো হচ্ছে।আর এক বিজেপি নেতা বাঁকুড়ার ওন্দা বিধানসভায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কে পার্শ্ববর্তী জেলা ঝাড়গ্রাম এর জেলা বিজেপি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে প্রকাশিত তালিকা অনুযায়ী। তালিকা থেকে পরিষ্কার বিজেপি অনেকটাই যুব নেতৃত্ব হাতে দলের দায়িত্ব তুলে দিতে চাইছে। আর সেটা যে সামনের পৌর নির্বাচন কে পাখির চোঁখ করে সেটা বলার অপেক্ষা রাখে না। দুই নবনিযুক্ত জেলা সভাপতির দাবী বিজেপির সংগঠনের উপর ভর করেই আগামী পৌরসভা নির্বাচনে বাঁকুড়ার বাঁকুড়া, সোনামুখী এবং বিষ্ণুপুর পৌরসভা বিজেপির দখলে আনতে পারবে বলেই আশাবাদী।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: