মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

Serum: শিশুদের জন্য ভ্যাক্সিন আসছে ছয় মাসের মধ্যেই, ঘোষণা সিরাম প্রধানের

Serum: শিশুদের জন্য ভ্যাক্সিন আসছে ছয় মাসের মধ্যেই, ঘোষণা সিরাম প্রধানের
টুইটার থেকে সংগ্রহীত

ওয়েব ডেস্ক: কোভিডের পর সারা বিশ্ব-জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে "ওমিক্রন"। প্রথমে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের কর্ণাটকে তারপর মহারাষ্ট্র থেকে দিল্লী এরপর সোজা কলকাতায়। এমন শত আতঙ্কের মধ্যেই দেশীর ভ্যাক্সিন আবিস্কৃত সংস্থা স্বস্থির খবর জানালো। এক শিল্প সংস্থার সম্মেলনে সেরাম প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই শিশুদের জন্য ভ্যাক্সিন আবিস্কার হয়ে যাবে। ভ্যাক্সিনের নাম "কোভ্যাক্সিন"। যেটি বর্তমানে পরীক্ষামুলক পর্যায়ে রয়েছে। এটি শিশুদের ছয় বছর ধরে সুরক্ষা প্রদান করবে। পুনাওয়ালা আরও জানান, "এখন পর্যন্ত শিশুদের উপর কোনও প্রভাব দেখেনি করোনার তবে আমরা অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখব"। পাশাপাশি আপনাদের সবার ভ্যাক্সিন নেওয়া উচিত সাথে নিজের শিশুদেরও দেওয়া উচিত। 

আরও খবর, বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি পুড়িয়ে দিয়েছে এক যুবক

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: