কলকাতা পুরভোটে জয়ের উচ্ছ্বাস |
ওয়েব ডেস্ক: এবারের কলকাতা পুরভোটে তৃনমূলের গোঁজ প্রার্থীও দাঁড়িয়েছিল। ধমকও পেয়েছেন বটে। একাধিকবার দলের পক্ষ থেকে ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু তাও দাঁড়িয়েছিল নির্দল প্রার্থী হিসেবে। একধারে শাসক দল তৃণমূল অন্যদিকে বিজেপি ও কংগ্রেস-বামেদের বিরুদ্ধে বউক ঠুকে লড়াই চালিয়েছিল তারা। অবশেষে ১৪৪ টি আসনের মধ্যে ৩ টি নির্দল আসনে জয় পায়। ১৩৫ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয় রুবিনা নাজ। ১৪১ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয় পূর্বাশা নস্কর। ও ৪৩ নং ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন আয়েশা তানিজ। এরা প্রত্যেকে তৃনমূলে আসবেন বলে জানা গিয়েছে। যদিও ভোটের আগের থেকেই তৃণমূলের সাথে যোগসূত্র ছিল এই তিন নির্দল প্রার্থীর।
- Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: