মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

KMC Election: কলকাতা পুর-ভোটে কেন্দ্রীয় বাহিনীর আপাতত দরকার নেই: নির্বাচন কমিশন

KMC Election: কলকাতা পুর-ভোটে কেন্দ্রীয় বাহিনীর আপাতত দরকার নেই: নির্বাচন কমিশন
রাজ্য নির্বাচন কমিশন দপ্তর

ওয়েব ডেস্ক: কলকাতা পুর-ভোট আর কয়েকদিন বাদেই। আর তার প্রস্তুতি নিয়ে তুঙ্গে সবাই তা নিরাপত্তা হোক কিংবা দলীয় প্রস্তুতি। ইতিমধ্যে রাজ্য বিজেপির তরফে রাজ্য পুলিশের ভোট নিরাপত্তা প্রসঙ্গে মামলা করে। বিজেপি চায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কলকাতা পৌরসভা ভোট হোক। কিন্তু এদিকে রাজ্য নির্বাচন কমিশনের দাবি, "কলকাতা পুর-ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর কোনো দরকার নেই। রাজ্য পুলিশ যথেষ্ট নিরাপত্তার ক্ষেত্রে। গত শুক্রবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শুভঙ্কর সিনহা রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে এসে ভোট-নিরাপত্তা বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। 

ঘটনার প্রসঙ্গে, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল তিনি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে সওয়াল করেছেন। রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চান কেন কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট করান যাবে না? সেই উত্তর নির্বাচন কমিশন দিয়ে জানিয়েছেন, পুর-ভোটের জন্য আপাতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর। পযাপ্ত নিরাপত্তা দিচ্ছে রাজ্য পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুলিশ নিরাপত্তার নীল-নকশাও কমিশনের হাতে তুলে দিয়েছেন। 

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: