শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

রানাঘাট স্টেশনে টানা তিন ঘন্টা রেল অবরোধ, ভোগান্তিতে শিয়ালদহ-লালগোলা

today-rail-blockade-at-ranaghat-station
রানাঘাট স্টেশনে রেল অবরোধ

ওয়েব ডেস্ক: এবার বিভিন্ন দাবিতে যাত্রীরা রেল অবরোধ করলো রানাঘাট স্টেশনে। জানা যায়, সকাল ৭ টা থেকে সকাল ১০ টা অবধি প্রায় ৩ ঘণ্টা অবরোধ চলে। লোকাল ট্রেন গুলির ভিতরটা নরকের সমতুল্য। যেখানে-সেখানে নোংরা। এরপরই নড়েচড়ে বসেন রেল কর্তৃপক্ষ। তিনি অবরোধকারী যাত্রীদের আশ্বাস দেন, আগামী সোমবার থেকে এক নতুন স্বচ্ছ ভাবে লোকাল ট্রেন দেওয়া হবে। এই আশ্বাস পাওয়া পরেই শান্ত হন অবরোধকারী। যাত্রীরা আরও বলেন, রাতে যে ট্রেনটি রানাঘাট স্টেশনে এসে থাকে। সেই ট্রেন মুর্শিদাবাদের যাত্রীরা আসে। ফলস্বরুপ, অনেক নোংরা হয়। ট্রেনটি আসার পরও রেলের পক্ষ থেকে পরিস্কার করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়না। এমন অস্বাস্থ্যকর ট্রেনে যাত্রীরা যাতায়াত করলে স্বাভাবিক ভাবেই অসুস্থ হয়ে যাবে। এমনিতে দেশ জুড়ে ওমিক্রনের দাপাদাপি বেড়ে চলেছে দিনের পর দিন। 

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: