তৃণমূলের কর্মীসমর্থক (নিজস্ব ছবি) |
বিশ্বজিৎ নাথ: কৃষি ঋণ মকুব-সহ সাত দফা দাবিতে রাজ্য জুড়ে বিজেপির কৃষান মোর্চার ডেপুটেশান কর্মসূচি চলছে। শুক্রবার বেলায় বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার কৃষান মোর্চার পক্ষ থেকে ভাটপাড়া থানার পানপুর বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে আসে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির কর্মী-সমর্থকরা বিডিও অফিসের সামনে কিছুক্ষন স্লোগান দিয়ে ভেতরে প্রবেশ করতে যায়। অভিযোগ, স্থানীয় যুব নেতা বিল্টু লাহেরীর নেতৃত্বে তৃণমূলের লোকজন বিডিও অফিসে ঢুকতে বাঁধা দেয়। যদিও ঘটনাস্থলে রাফ-সহ বিশাল পুলিশ বাহিনী মজুত ছিল। ডেপুটেশান কর্মসূচিকে ঘিরে পুলিশের উপস্থিতিতেই দুপক্ষের মধ্যে তীব্র বচসা বেঁধে যায়। তৃণমূলীরা জয়বাংলা ও চোর চোর চোরটা স্লোগান দিতে থাকে। বিজেপি কর্মীরা পাল্টা জয় শ্রী রাম স্লোগান দেন। অভিযোগ, তৃণমূলীরা ধাক্কা দিয়ে বিজেপির পাঁচজনের প্রতিনিধি দলকে সরিয়ে দেয়। অবশেষে ভাটপাড়া থানার আই অনুপম মন্ডল তৃণমূলের লোকজনকে সরিয়ে দিয়ে পরিস্থিতির সামাল দেন।
বিজেপির জগদ্দল মন্ডল-২ সভাপতি প্রণব মন্ডল জানান, সাত দফা দাবিতে বিডিও অফিসে স্মারকলিপি জমা দেবার জন্য ঢুকতে বাঁধা দেয় তৃণমূলের লোকজন। প্রতিনিধি দলে তিনি ছাড়াও জেলার কৃষান মোর্চার কনভেনার কৃষ্ণ সরকার, জেলার সাধারণ সম্পাদক বিনোদ গোন্ড ছিলেন। প্রণব মন্ডলের অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূলীরা ধাক্কা মেরে ভিডিও অফিসের সামনে থেকেই সরিয়ে দেয়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব নেতা বিল্টু লাহেরীর দাবি, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর যারা তান্ডব চালিয়েছিল। ওরা তাদেরকে নিয়ে ডেপুটেশান দিতে এসেছিল। ওরা ভদ্র লোকজন নিয়ে আসুক নিশ্চয় ডেপুটেশান দিতে পারবে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: