রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

Nandigram: কর্মীদের অসহযোগীতার কারণেই মমতা নন্দীগ্রামে হেরেছেন, ভাইরাল অডিও ক্লিপ সুব্রত বক্সির

Nandigram: কর্মীদের অসহযোগীতার কারণেই মমতা নন্দীগ্রামে হেরেছেন, ভাইরাল অডিও ক্লিপ সুব্রত বক্সির
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (ফাইল চিত্র)

ওয়েব  ডেস্ক: নন্দীগ্রাম থেকেই শুরু হয়েছিল একুশের বিধানসভা ভোটের লড়াই। যদিও মমতা সেখানে কার্যত হেরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। ভোট পর্ব শেষ হতেই তৃণমূল ভোট কারচুপির অভিযোগ তুলে আদালতে দায়স্থ হয়েছিল। সেই মামলা এখনও নিস্পত্তি হয়নি আদালতে। হঠাৎ সোমবার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে একটি পুরুষ কন্ঠ শোনা যাচ্ছে, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির গলা। বলাই বাহুল্য, এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ভারত বাংলা পত্রিকা। সূত্রের খবর, ভবানীপুর ৭৩ নং ওয়ার্ডের কর্মীসভায় ওই মন্তব্য করেন। সেখান থেকেই ভাইরাল সুব্রত বক্সির অডিও ক্লিপ। যদিও কোন কর্মীদের অসহযোগীতার কথা বলতে চেয়েছেন তা খোলসা করে বলেননি। উল্লেখ্য, ভোট পর্ব শেষ হতেই মমতা আদালতে মামলা করলেও কোথাও উল্লেখ করেনি নন্দীগ্রামের কর্মীদের অসহযোগীতা। 

আরও খবর, শিক্ষা দফতরের চিঠি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের, পরীক্ষা হোক অনলাইনে 

ঘটনা প্রসঙ্গে সেই সময়, মমতা অভিযোগ করেছিলেন, নন্দীগ্রামের রিটানিং অফিসারকে বন্দুকের নলের সামনে কাজ করতে হচ্ছে। পুনরায় গণণার নির্দেশ দিলে তার প্রাণ সংশয়ের ভয় আছে, তিনি আরও জানিয়েছেন, নন্দীগ্রামের মেশীন পালটে দেওয়া হয়েছিল ।  

  • Published By: Bipradip Das 


Share This

0 Comments: