নিজস্ব গ্রাফিক্স |
ওয়েব ডেস্ক: রাজ্য সরকার এবার হেলিকপ্টার ভাড়া নেবে কোনো বিশ্বাসযোগ্য সংস্থা থেকে এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পরিবহন দপ্তর। বিজ্ঞপ্তিতে বলেছে আগামী ৫-ই জানুয়ারির মধ্যে আগ্রহী কোম্পানি দরপত্র জমা দিতে। আরও বলেছে, হেলিকপ্টারটি যেন পুরোনো হয়! আবার ৮ বছরের বেশী নয়। এবং কোম্পানি ২৫ কোটি টাকার ব্যবসা করেছে, আকাশে ওড়ার জন্য যা যা নিয়ম আছে তা সব পালন করতে হবে। এই চপারের পাশাপাশি আরও অতিরিক্ত একটি হেলিকপ্টার থাকতে হবে যাতে আগের হেলিকপ্টার যান্ত্রিক কোনো ত্রুটি হলে অতিরিক্ত ওই চপারটি বিনামূল্যে ব্যবহার করতে দিতে হবে। এবং মাসে সর্বাধিক ২ দিনের জন্য ছাড় পাবে কোম্পানি হেলিকপ্টারের রক্ষণাবেক্ষনের জন্য। হেলিকপ্টারের রক্ষণাবেক্ষনের দায়িত্ব কোম্পানি নিজের হাতেই রাখতে পারবে। যদিও আগেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে প্রথমে পাঁচ বছরের জন্য চুক্তি হলে পরবর্তীকালে আরও দু'ই বছরের জন্য করা হতে পারে।
উল্লেখ্য, চপারটিতে কমপক্ষে ছয় জন বসতে পারে এমন চপার প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "হেলিকপ্টারে যেন ভিআইপিরা বসতে পারে এমন সুযোগ সুবিধা থাকে"। হেলিকপ্টারটি দুই ধরণের লিজ নেওয়া হবে (১). ওয়েটিং (২). ড্রাই।
আরও খবর: Goa TMC: গোয়াতে তৃণমূলে হঠাৎ ধস! দল ত্যাগ করলেন লাভু মামলাতদার
- Published By: BIPRADIP DAS
0 Comments: