বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব ছবি) |
ওয়েব ডেস্ক: বেশ গত কয়েকদিন ধরে রাজ্যকে কাঁপাচ্ছিল শীত। এবার সেই শীতকে কমিয়ে রাজ্যকে ফের ভাসাবে অকাল বৃষ্টির জলে। এমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিহার রাজ্যে থাকা ঘূর্ণাবাত ও পশ্চিমীঝঞ্ঝা থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের বৃষ্টিপাতের সূচনা। কারন, সমূদ্র থেকে প্রচুর পরিমানে জলীয় বাস্প পশ্চিমবঙ্গ রাজ্যের দিকে মেঘের সাথে মিলিত হয়েছে। কোথায়-কোথায় বৃষ্টিপাত হবে তাও জানিয়েছে বৃষ্টিপাত। বাঁকুড়া,বীরভূম, পুরুলিয়া,মুশির্দাবাদ,পশ্চিম-বর্ধমান,এসব জেলাতে হালকা বৃষ্টিপাত ও কলকাতা জুড়ে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তবে এটুকু ইঙ্গিত পাওয়া স্বাভাবিক, বৃষ্টিপাত কমে গেলেই ফের শীত দাপট বাড়াবে রাজ্যে।
- Published By: BIPRADIP DAS
Categories:
আবহাওয়ার পূর্বাভাস
0 Comments: