রাজ্যপাল জগদীপ ধনখড় |
বিশ্বজিৎ নাথ: রবিবার সস্ত্রীক রাজ্যপাল ভোট দিতে আসেন কলকাতা পৌরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের ৩৮ নম্বর আয়কয় ভবনের বুথে। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল ধনখড়। তিনি বললেন, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু ওনি তার কথার গুরুত্ব দেননি। রাজ্যপালের সংযোজন ছিল, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের নির্দেশ শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে বুথে যেতে পারবেন। তাই আমার নিরাপত্তারক্ষীরা সেই নির্দেশ পালন করেছেন। এদিন রাজ্যপাল আক্ষেপের সুরে বলেন, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনকে কলঙ্কিত করা হয়েছে। ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন নিয়ে ভোটে জাতীয় মানবাধিকার কমিশন টিপ্পনি মূলক মন্তব্য করেছে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: