মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

UP-Election: ৮-ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

-west-bengal-chief-minister-mamata-banerjee-will-visit-uttar-pradesh-on-february-8-th
চিত্র: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

নিজস্ব প্রতিনিধি: এবার ৮-ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে লখনউ ও পরে বারানসিতেও যাবেন। লখনউ গিয়েই সেখানে উত্তরপ্রদেশের ভোট প্রসঙ্গে আলোচনা হবে দু'ই পক্ষের মধ্যে এমনটাই সংবাদ। উল্লেখ্য, মঙ্গলবার সমাজবার্দি পার্টির অখিলেশ যাদবের দূত হয়ে কালীঘাটে এসেছিলেন। বৈঠক হয় দু'জনের মধ্যেই। তার কথায় দেশে এখন বিজেপি বিরোধী প্রধান মুখ মমতাই। এদিকে অখিলেশ যাদবও উত্তরপ্রদেশ ভোটের আগে নিজের কাছে পেতে মরিয়া। আজ অখিলেশ যাদবের দূত কিরণময় বলেন, উত্তরপ্রদেশ নির্বাচনে এবার তৃণমূল লড়ছে না। সব আসনেই তারা উত্তরপ্রদেশের রাজনৈতিক দল সমাজবার্দি পার্টিকে সমর্থন করবে। গত রবিবার, এই নিয়ে অখিলেশ যাদবের সাথে মমতা ব্যানার্জির সাথে কথা হয়েছে। 

নির্বাচন কমিশনের নির্দেশ মতো কোনোই দল করোনা আবহে মধ্যে পথসভা বা জনসভা করতে পারবে না, যা হবে সব অনলাইনের মাধ্যমে অথাৎ ভার্চুয়ালি সভা। তেমনই, দিনক্ষণ এখনই না ঠিক হলেও মোদীর কেন্দ্রে মমতা গিয়ে সমাজবার্দি পার্টির হয়ে ভার্চুয়ালি সভা করবেন বলে ইতি মধ্যে জানা গিয়েছে। 

  • Published By: BIPRADIP DAS  


Share This

0 Comments: