সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

সমস্ত স্কুল-কলেজ বন্ধ হলেও টিকাকরণ পর্ব চালু থাকছে

although-all-schools-and-colleges-are-closed-the-immunization-phase-continues
বাচাদের টিকাকরণ পর্ব

ওয়েব ডেস্ক: গতকাল রবিবার সরকারি ভাবে ঘোষনা হয়েছে সোমবার থেকেই সমস্ত স্কুল-কলেজ বন্ধ। যদিও স্কুল-কলেজ বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের টীকাকরণ চলবে। গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ১৫-১৮ বছরের বাচ্চারা টিকা নিতে পারবে। সেই অনুযায়ী অনেক স্কুল-কলেজে তৃতীয় পর্যায়ে টিকাকরণ চালু হলেও করোনার আবহে স্কুল-কলেজ বন্ধ হলে টিকাকরণ করা নিয়ে সংশয় ছিলো। অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল রাজ্য সরকার। জানুয়ারি মাসের(৩ তারিখ) সোমবার থেকে কলকাতার সমস্ত মেডিক্যাল হাসপাতালে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা টিকা নিতে পারবে। প্রাইমারী হেলথ সেন্টার ছাড়াও ১৬ টি স্কুলে টিকা দেওয়া হবে বলে সংবাদ। এছাড়াও রাজ্যের ৩৩৮ টি হাসপাতালে বাচ্চারা করোনার টিকা নিতে পারবে। Co-Win পোর্টালে গিয়ে বাচ্চারা নাম নথিভুক্ত করতে পারবে বা টিকাকরণ সেন্টারে গিয়েও নাম নথিভুক্ত করতে পারবে। ডাক্তার ও বিশেষজ্ঞদের মতে এটাইকরোনার তৃতীয় ঢেউ। 

  • Published By: BIPRADIP DAS  

Share This

0 Comments: