চিত্র: বোমা বিস্ফোরণ কান্ডে তদন্তকারী দল |
বিশ্বজিৎ নাথ: গত ২৭-শে বৃহঃস্পতিবার বীজপুর থানার হালিশহর কোনা মোড়ের জগন্নাথ ঘাটের পাড়ে বোমা বিস্ফোরণের ঘটনার এন.আই.এ তদন্তের দাবি করলেন সাংসদ অর্জুন সিং। শুক্রবার সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের বলেন, ওখানে উচ্চ-ক্ষমতা সম্পন্ন বোমা বিস্ফোরণ ঘটেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে এন.আই.এ তদন্তের জন্য। সাংসদের অভিযোগ, তদন্ত না করেই বিজেপির সক্রিয় কর্মী বিট্টু জয়সওয়ালকে ঘাড়ে দোষ চাপিয়ে ওকে ফাঁসানো হল। বিধায়কের ভাই কমল অধিকারী ও হালিশহর পৌরসভার পুর-প্রশাসক রাজু সাহানি বিট্টুকে পুলিশের সামনেই মারধোর করে পুলিশের গাড়িতে তুলে দেয়।
সাংসদ অর্জুন সিংয়ের দাবি, "অবিলম্বে বিজেপির সক্রিয় কর্মী বিট্টুকে ছেড়ে দিতে হবে। আর যারা বিট্টুকে মেরেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সাংসদের আরও দাবি, যে ছেলেটা বিস্ফোরণে মারা গিয়েছে। ওরা বিজেপি সমর্থক। ওর বাবার সঙ্গে কথা হয়েছে আমাদের। দলের তরফে ওর পরিবারকে আর্থিক সাহায্য করা হবে"। সাংসদের আরও বক্তব্য,"চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। নৌকা চেপে যারা বন্ধ কারখানায় চুরি করতে আসে। তারা তাড়া খেয়ে বোমা রেখে পালাতে পারে। আসলে বিস্ফোরণের তদন্ত হবে কিনা, তা সন্দেহ রয়েছে"। যদিও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, বিট্টু জয়সওয়াল মাটির তলায় বোমা লুকিয়ে রেখেছিল। বাচ্চারা সেখানে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: