মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

শিল্পাঞ্চল জুড়ে কড়া নজরদারি, মাস্ক না পরায় ভাটপাড়া মোড় থেকে ধৃত ৪

bhatpara-police-surveillance-for-wearing-mask
চিত্র: মাস্ক পড়া নিয়ে পুলিশের নজরদারি

বিশ্বজিৎ নাথ: করোনায় রাশ টানতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীনস্থ কাঁচড়াপাড়া পুরসভা থেকে টিটাগড় পুরসভা পর্যন্ত প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সমস্ত বাজার- দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ১৩ জানুয়ারি প্রশাসনিক বৈঠকে। ঘোষণা অনুযায়ী পুলিশ এদিন কড়া নজরদারি চালালো। করোনা বিধি অমান্য করে দোকানপাট খোলা দেখলেই পুলিশ ধমক দিয়ে তা বন্ধ করে দেয়। ব্যারাকপুর বুড়ি বাজার ও শ্যামনগর ফিডার রোডে দু-একটি দোকান খোলা ছিল। পুলিশ অভিযান চালিয়ে দোকানগুলো বন্ধ করে দেয়। ব্যারাকপুর নোনা চন্দন পুকুরে মাস্ক না পরায় পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করল। মাস্ক না পরায় ভাটপাড়া থানার পুলিশ এদিন বেলায় ভাটপাড়া মোড় থেকে চারজনকে পাকড়াও করে। করোনা সংক্রমণ কমাতে প্রশাসনের এহেন নজরদারির প্রশংসা করলেন শিল্পাঞ্চলবাসী।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: