বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

বেহালায় এপস চালিত খাবার ডেলিভারি সংস্থার কর্মীদের বিক্ষোভ

demonstration-of-workers-of-app-driven-food-delivery-company-in-behala
চিত্র:  খাবার ডেলিভারি সংস্থার কর্মীদের বিক্ষোভ

বিশ্বজিৎ নাথ: দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার একটি এপস চালিত খাবার ডেলিভারি সংস্থার কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করলো। এদিন দুপুরে বেহালার জেমস লং সরণি চৌরাস্তাতে অ্যাপস চালিত ওই খাবার ডেলিভারি সংস্থার কর্মীরা কাজ বন্ধ রেখে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি, আগে প্রতি ডেলিভারি পিছু ৩৫ থেকে ৪০ টাকা মিলতো। এখন সেটা কমে দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ টাকা। এমত অবস্থায় পরিবার নিয়ে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। মজুরি বৃদ্ধি না করা হলে কাজ বন্ধ রেখে বৃহত্তম আন্দোলনে সামিল হবার হুঁশিয়ারি দিয়েছেন ওই খাবার ডেলিভারি সংস্থার কর্মীরা।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: