চিত্র: বোমা বিস্ফোরণ ঘটনাস্থলে প্রশাসন |
বিশ্বজিৎ নাথ, ব্যারাকপুর: কাঁচপাড়ার বীজপুর থানার হালিশহর কোনা মোড়ের জগন্নাথ ঘাটের ধারে বৃহস্পতিবার বিকেলে বোমা বিস্ফোরণ। এই বোমা বিস্ফোরণে মৃত এক যুবক। বোমা বিস্ফোরণে মৃত যুবকের নাম সুমিত সিং (১৯ বছর বয়স)। তাঁর দেহ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। বোমা বিস্ফোরণের পর দুই যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা গিয়েছে, আহত আরও তিন-চারজন হয়েছেন। তাদেরও বয়স প্রায় ১৮ কাছাকাছি। ঘটনাস্থলে, বোমা বিস্ফোরণের ফলে মাটিতে আড়াই ফুট গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, এদিন বিকেলে বিকট শব্দ শুনে তারা ঘাটের পাশে ছুটে যান। সেখানে তারা কয়েকজনকে পড়ে থাকতে দেখে। পড়ে বুঝে ওঠেন বোমা বিস্ফোরণ ঘটেছে। খবর দেওয়া হয়, বীজপুর থানায়। ঘটনার তদন্তে যান বীজপুর থানার পুলিশ ও ডিসি নর্থ শ্রীহরি পান্ডে-সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধিকারিকরা। পুলিশ আধিকারিকরা যেতেই পুরো এলাকা ঘিরে ফেলা হয়। বোমা বিস্ফোরণ ঘটনাস্থলে নিরাপত্তার দিক তাকিয়ে স্থানীয় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না।
স্থানীয় বাসিন্দা রাহুল সিং বলেন, বিকট শব্দ পেয়ে ছুটে যাই ঘটনাস্থলে। সেখান থেকে কাকার ছেলে সুমিত সিংয়ের মৃতদেহ উদ্ধার করে। তবে রাহুল সিংয়ের নিজের ভাই রোহিত সিং ও তার বন্ধু রোহিত চৌধুরীর খোঁজ মেলেনি। তবে বোমা বিস্ফোরণের সময় ধপধপ করে দুজনকে গঙ্গায় পড়তে দেখেছি। বোমা বিস্ফোরণ ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, গঙ্গার ধারে এদিন বিকেলে বোমা বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় একজন যুবকের মৃত্যু হয়েছে। তবে বোমা বিস্ফোরণ ঘটার সময় কতজন ওখানে উপস্থিত ছিল এবং কতজন নিখোঁজ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে নেমে বীজপুর থানা ও ব্যারাকপুর পুলিশ আধিকারিকরা জানতে পারে, এই জগন্নাথ ঘাটের ধারে বোমা মজুত করত দুস্কৃতিরা। আর জগন্নাথ ঘাটের ধারে নিত্যদিনের মতোই বাচ্চারা খেলতে গিয়েছিল। আর তাতেই ঘটে বিপত্তি। হালিশহর এবং ভাঁটপাড়া, ব্যারাকপুর, টিটাগড় দুস্কৃতিদের বোমা মজুত বা নাশকতা করার আঁখরা করে তুলেছে। ব্যারাকপুর পুলিশ সহ বীজপুর থানার প্রশাসন বোমা বিস্ফোরণ ঘটনা আরও খতিয়ে দেখছে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: