চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল |
ওয়েব ডেস্ক: গত কয়েকমাস আগেই কুন্তিঘাটের রেয়ন কারখানা বন্ধ হয়েছিল। অবশেষে সেই কারখানা ইচ্ছার বিরুদ্ধে হলেও বিভিন্ন শ্রমিক সংগঠনের চাপে পড়ে খুলতে বাধ্য হয় রেয়ন কর্তৃপক্ষ যদিও তা বিভিন্ন শ্রমিক বিরোধী শর্ত-স্বাপেক্ষে।শনিবার হঠাৎ বন্ধ হয়ে গেলো চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। ২০২২ সালের বছরের প্রথম দিনেই তালা ঝুললো কারখানার গেটে। কারখানায় কাজ করতেন প্রায় চার হাজার শ্রমিক। কর্মহীন হন চার হাজার শ্রমিক। যদিও জুটমিল কর্তৃপক্ষ দাবি করেছে, আর্থিক সংকটের কারনের এহেন অবস্থা। এর আগেও বন্ধ হয়েছিল এই জুট্মিল গত ১১-ই জুলাই খোলে কারখানার তালা।
প্রতিদিনের মতো শ্রমিকরা মর্নিং শিফটে কাজ করতে এসে গেটে নোটিশ দেখেই যথারীতি ক্ষোভে ফেটে পড়েন। ঘটনা প্রসঙ্গে, মিল কর্তৃপক্ষ জানিয়েছেন, "পুজির অভাব দেখা দিয়েছে আর সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছিল তার থেকেও বেশী দামে কাচা পাঁট কিনতে হচ্ছে বাজার থেকেই, এহেন সমস্যা থেকেই কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছি"।
- Published By: BIPRADIP DAS
0 Comments: