সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

ইছাপুরে তৃণমূল নেতা খুনে তদন্তে সিআইডি ও স্নিফার ডগ

cid-and-sniffer-dog-are-investigating-the-murder-trinamool-leader-in-Ichapur
চিত্র: তৃণমূল নেতা খুনে তদন্তে স্নিফার ডগ

বিশ্বজিৎ নাথ: নোয়াপাড়া থানার ইছাপুর তিন নম্বর বাপুজি কলোনিতে তৃণমূল নেতা গোপাল মজুমদার খুনের তদন্তে রবিবার বেলায় আসে তিন সদস্যের সিআইডি টিম। সঙ্গে ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম নগরপাল ক্রাইম অজয় ঠাকুর। বিকেলের দিকে ঘটনাস্থলে আনা হয়েছিল স্নিফার ডগ। প্রশিক্ষিত কুকুরটি গন্ধ শুঁকতে শুঁকতে রেললাইন পর্যন্ত যায়। তারপর খেলার মাঠ ঘুরে বাপুজি কলোনি পুকুরের কাছে গিয়ে থমকে যায়। তবে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত ঘটনায় জড়িতদের পুলিশ নাগাল পায়নি। 

চারদিন আগে স্থানীয় বিজেপি নেতা বিজয় মুখার্জির সঙ্গে বাকবিতন্ডা হয়েছিল নিহত তৃণমূল নেতার। সেই ঘটনার রেশ ধরেই ঘটনার দিন রাতেই নোয়াপাড়া থানার পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। এদিন বিকেলে তৃণমূল নেতার শ্মশান যাত্রায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতোই। জননেতাকে শেষবারের মতো দেখার জন্য অগণিত মানুষজন তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন। মৃতের মেয়ে সুস্মিতা মজুমদার বারংবার মুখ্যমন্ত্রীর কাছে তাঁর বাবার মৃত্যুর বিচার চাইলেন।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: