সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

৩-ই ফ্রেবুয়ারি থেকেই স্কুল-কলেজ খুলছে, কমেছে বাকি বিধিনিষেধও

৩-ই ফ্রেবুয়ারি থেকেই স্কুল-কলেজ খুলছে
চিত্র: নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমমতা ব্যানার্জি

ওয়েব ডেস্ক: আগামী ৩-ই ফ্রেবুয়ারি থেকেই স্কুল-কলেজ খুলছে এমনটাই ঘোষণা করলেন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘোষণার প্রথমেই, রাজ্যবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন যেভাবে তারা বিধিনিষেধ মেনে চলেছে তাতে করোনা সংক্রমণ কমে এসেছে। স্কুল-কলেজ খুলেছে। স্কুলের ক্ষেত্রে, ক্লাস ৭ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খোলা থাকবে। বাকি পঞ্চম থেকে ক্লাস হবে পাড়ায়-পাড়ায় শিক্ষালয়। আগে যেসব কোভিড বিধিনিষেধ মানা হত সে ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যেকোনো জমায়েত ৭৫% লোক নিয়ে করতে হবে। 

আরও খবর, স্কুল-কলেজ খোলার দাবিতে পথ অবরোধ বাম-ছাত্র সংগঠন এসএফআই

সরকারী-বেসরকারী অফিসে ৭৫ শতাংশ কর্মী নিয়েই কাজ করতে হবে। সিনেমা ক্ষেত্রেও ৭৫ শতাংশ দর্শক নিয়ে। ডেউচা পাচামিতে যার যার জমি নেওয়া হয়েছে তাদের রাজ্য সরকারের পুলিশের কন্সটেবল পদে নিযুক্ত করা হবে। এদিন মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টারশিপ, এছাড়াও জয় হিন্দ বাহিনীর মতো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন। এই সরকারি বিধিনিষেধ আগামী ১-ই ফ্রেবুয়ারি থেকে ১৫-ই ফ্রেবুয়ারি পর্যন্ত থাকবে। 

mobile repair training hooghly

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: