শনিবার, ১ জানুয়ারী, ২০২২

করোনা আবহে বন্ধ দক্ষিণেশ্বর মন্দির, দূরদূরান্ত থেকে আগত ভক্তরা হতাশ হয়ে বাড়ি ফিরছেন

dakshineswara-temple-closed-in-corona
ছবি: আগত ভক্তরা বাড়ি ফিরছেন

ওয়েব ডেস্ক: চোখ রাঙাচ্ছে কোভিড। তাই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। আগেভাগেই মন্দির বন্ধ রাখার নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু আসামের শিচলর কিংবা খড়গপুর থেকে ভক্তেরা আসেন কল্পতরু উৎসবের দিন মায়ের দর্শন পেতে। কিন্তু মন্দিরের গেটে তালা ঝোলায় তারা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। যদিও মন্দিরে রীতিনীতি মেনেই মা ভবতারিণীর পুজো হচ্ছে। তবে মন্দিরের প্রবেশ পথে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তবে মন্দিরের বাইরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। আগত ভক্তদের দাবি, তারা জানতেন না মন্দির বন্ধ থাকবে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: