সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নেতাজিকে পাঠ্য পুস্তকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সম্মান দিতে নির্দেশ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর

education-minister-bratya-basu has-instructed-netaji-to-honor-the-textbook-as-the-country-first-prime-minister
চিত্র: দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজিকে সম্মান রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক: ১৯৪৩ সালে নেতাজি দক্ষিণ-পূর্ব এশিয়াতে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। যদিও তখন ভারতবর্ষ পরাধীন। অখণ্ড ভারত। তখন বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের অন্তর্ভুক্ত। একদিকে যখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ট্যাবলো নিয়ে সংঘাত। তখন অন্যদিকে ভারতের প্রজাতন্ত্র দিবসের দিনেই বড় ঘোষণা নেতাজিকে নিয়ে। যেহুতু নেতাজি দক্ষিণ-পূর্ব এশিয়াতে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তাই নেতাজিকে পাঠ্য পুস্তকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হবে। একদিকে যখন কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া গেটে নেতাজিকে সম্মান করতে ব্যস্ত তখন রাজ্য সরকার নেতাজিকে পাঠ্য পুস্তকে এনে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সম্মান দিতে সিলেবাস কমিটিকে পর্যালোচনা করার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: