শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

পনের দাবিতে গৃহবধূকে খুন, অভিযোগ মালদার স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে

fifteen-housewives-murdered-in-malda
চিত্র: পনের দাবিতে গৃহবধূকে খুন মালদায়

বিশ্বজিৎ মন্ডল: তিনবছর আগে মালদার মোথাবাড়ির রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইলপাড়া এলাকার বাসিন্দা জাসমিন বিবির সাথে বিয়ে হয় মোথাবাড়ি এলাকার  বাগিচাপুরের বাসিন্দা মুকশেদুল এর সঙ্গে। তাদের দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পনের জন্য জেসমিনের ওপর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। গ্রামের লোক একবার টাকা তুলে জোগাড় করে পনের টাকা হিসেবে তুলে দেয় তার পরিবারের হাতে। তাতেও কিন্তু অত্যাচার থামেনা। এরপর অত্যাচার সহ্য করতে না পেরে কয়েকমাস আগে বাপের বাড়ি চলে আসেন মালদার ওই গৃহবধূ জেসমিন বিবি। গতকাল স্ত্রী জেসমিন বিবিকে ফোন করে শ্বশুড় বাড়ি ডাকে তার স্বামী মুকশেদুল। তারপর আর বাড়ি ফিরেনি। রাত্রে খোঁজাখুঁজি করেও  জাসমিন কে পায়নি তার পরিবার। 

শুক্রবার সকালে ওই গৃহবধূর মৃতদেহ আইলপাড়ার একটি আমবাগানের পাশে পুকুর পাড় থেকে উদ্ধার হয়। এরপরই থানায় খবর দেওয়া হয় জাসমিন বিবির পরিবারের পক্ষ থেকে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সহ তিনজনকে আটক করেছে মালদার মোথাবাড়ি থানার পুলিশ। জাসমিন বিবির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা মালদার প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে জানা যাবে। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: