রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

গণতন্ত্রের গ্যাস চেম্বার এখন পশ্চিমবাংলা, বাংলার প্রথম সেবক আমি: রাজ্যপাল জগদীপ ধনকড়

gas-chamber-of-democracy-is-now-west-bengal-said-governor-jagdeep-dhankhar
চিত্র: রাজ্যপাল জগদীপ ধনকড় (নিজস্ব ছবি)

বিশ্বজিৎ নাথ: গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে পশ্চিমবাংলা। রবিবার সকালে ৭৪ তম প্রয়ান দিবসে ব্যারাকপুর গান্ধীঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে এসে মমতা সরকারকে এভাবেই আক্রমন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন রাজ্যপাল বলেন, বাংলার পবিত্র মাটিতে রক্তরঞ্জিত হতে দেখতে পারবো না। সংবিধান রক্ষা করা আমার কাজ। বাংলার প্রথম সেবক হিসেবে তিনি রাজ্যের জনতার সেবা করে যাবেন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, "ব্যক্তিগত ইগো ছেড়ে সময় বের করে তার সঙ্গে কথা বলুন। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত মহাত্মা গান্ধীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড় ছাড়াও হাজির ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দিবেদী এবং উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা সাথে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপির সাংসদ অর্জুন সিং, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা। তারা প্রত্যেকেই গান্ধীজির স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: