সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

দলবিরোধী মন্তব্য করার শো-কজ বিজেপির নেতা রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার

jayprakash-and-ritesh-are-suspended-from-bjp
চিত্র: রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার

ওয়েব ডেস্ক: এবার দলবিরোধী মন্তব্য করার জন্য রাজ্য নেতা রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে শো-কজ করলো রাজ্য বিজেপি। তবে রাজ্য বিজেপির শো-কজ করা চিঠির জবাব দু'ই নেতা রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার দেননি। জানা গেছে, দলীয় শৃঙ্খল ভঙ্গ করেছে এই দুই নেতা। এহেন ঘটনা প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে, "দলের বিষয়ে কোনো ব্যাখা বা অভিযোগ থাকলে দলের মধ্যেই আলোচনা করা উচিত। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানান,"এটা দলের ব্যাপার, দল যেকোনো সময়েই যেকোনো কর্মীকে শৃংখলা ভঙ্গ করলে শো-কজ করতে পারে"। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: