শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

ভাটপাড়ায় চালু হলো 'মা ক্যান্টিন', পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল ও ডিমের ঝোল

ma-canteen-was-started-in-bhatpara
চিত্র: 'মা ক্যান্টিন' ভাঁটপাড়ায়

বিশ্বজিৎ নাথ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভাটপাড়া পুরসভার উদ্যোগে শুক্রবার শুভ সূচনা হল 'মা ক্যান্টিনে'র। ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ফেরিঘাট রোডের এই মা ক্যান্টিন থেকে মাত্র পাঁচ টাকায় মিলবে ভাত, ডাল ও ডিমের ঝোল। প্রতিদিন পুর অঞ্চলের দরিদ্র মানুষদের পেট ভরা দ্বিপ্রাহরিক অন্নসংস্থানের যোগান দেবে এই মা ক্যান্টিন। প্রতিদিন বেলা একটা থেকে দুপুর ২-৩০ মিনিট পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। মা ক্যান্টিনের পাশাপাশি এদিন স্বনির্ভর গোষ্ঠী দ্বারা উৎপাদিত দ্রব্যের বিপণন কেন্দ্রের শুভ সূচনা হল। 

এদিন মা ক্যাণ্টিন ও বিপণন কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়ার মুখ্য পুর প্রশাসক গোপাল রাউত-সহ পুরসভার কো-অর্ডিনেটরা। তবে মাত্র পাঁচ টাকার বিনিময়ে দরিদ্র মানুষজনের মধ্যহ্নের খাবার সরবরাহের জন্য আরও একটি মা ক্যান্টিন চালু করার আশ্বাস দিলেন পুর প্রশাসক গোপাল রাউত। অপরদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, তার বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত এলাকায় আগামীদিনে স্বনির্ভর গোষ্ঠী দ্বারা উৎপাদিত দ্রব্যের বিপণন কেন্দ্র চালু করা হবে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: