চিত্র: কোভ্যাক্সিন ও কোভিশিল্ড ভ্যাক্সিন |
সজল দাশগুপ্ত: এবার থেকে খোলা বাজারে পাওয়া যাবে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড ভ্যাক্সিন। এবার সেই ছাড় পত্র দিলেন ভারতীয় ড্রাগ কন্ট্রোলার। এনিয়ে গতবছরের ২৫-শে অক্টোবর আবেদন করেছিল সিরাম ইন্সটিটিউট। বর্তমানে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত বেসরকারি কোভ্যাক্সিনের দাম ১২০০ টাকা এবং কোভিশিল্ডের দাম ৭৮০ টাকা। তবে শর্তসাপেক্ষে অনুমতি পেলেও পাড়ার দোকানে কেমন ডাম হবে তা নিয়ে জল্পনা চলছিল। জানা গিয়েছে, দুই ভ্যাক্সিনের দাম একই থাকবে। অথাৎ ২৭৫ টাকা তবে আলাদা পরিষেবা বাবদ ১৫০ টাকা দিতে হবে। মোট ৪২৫ টাকা খরচ হবে।
- Published By: BIPRADIP DAS
Categories:
করোনা সংবাদ
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: