বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

শ্যামনগরে ফাঁকা বাড়ি পেয়ে দশ লক্ষ টাকার সামগ্রী লুঠ

millions-of-rupees-worth-of-goods-were-looted-after-getting-an-empty-house
চিত্র: লক্ষ-লক্ষ টাকার সামগ্রী লুঠ

বিশ্বজিৎ নাথ: ফাঁকা বাড়ি পেয়ে সর্বস্ব লুঠ জগদ্দল থানার শ্যামনগর নব রবীন্দ্রপল্লীতে। গত রবিবার গৃহকর্ত্রী সুমিতা বিশ্বাস বাপের বাড়ি রিষড়ায় গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলায় বাড়িতে ফিরে দেখেন ঘরে জিনিসপত্র লন্ডভন্ড। সুমিতা দেবীর দাবি, আলমারি থেকে নগদ তিন লক্ষ টাকা এবং শোকেস ও আলমারিতে রাখা দশ লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। অভিযোগ, পিছনের দিকের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরের ভেতরে ঢোকে। দুঃসাহসিক লুঠের ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ। জানা গেছে, সুমিতা দেবীর স্বামী নিরাপদ বিশ্বাস ২০২১ সালের মে মাসে মারা গিয়েছেন। তিনি কাঁকিনাড়ার অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার ছিলেন। সুমিতা দেবীর মেয়ের বিয়ে হয়েছে গত ২১ নভেম্বর। মেয়ে এবং তার সমস্ত অলঙ্কার আলমারি ও শোকেসে গচ্ছিত রাখা ছিল বলে দাবি গৃহকর্ত্রী সুমিতা বিশ্বাসের।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: