বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

পদ্মফুল বয়কট করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র

mla-madan-mitra-boycotted-padma-flower
চিত্র: পদ্ম বয়কট মদন মিত্রের

বিশ্বজিৎ নাথ: গত ২৫-শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের পদ্মভূষণ সম্মান প্রত্যাখান করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায় সহ অনিন্দ্য চট্টোপাধ্যায়রা। এরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান নিতে অস্বীকার করেছেন। তারই প্রতিবাদে বুধবার কামারহাটির বিধায়ক মদন মিত্র বেলঘড়িয়া ১৭ পল্লী নাগরিক সমিতির পৌষ মেলার অনুষ্ঠানে এসে দেশের জাতীয় ফুল "পদ্ম ফুলকে" বয়কট করেন। পদ্মফুল ছিড়ে টুকরো টুকরো করে মাটিতে তিনি ছুড়ে ফেলে দিলেন। অভিযোগ উঠেছে, দেশের জাতীয় ফুল পদ্মফুলকে এভাবে মাটিতে ছুড়ে ফেলে দেওয়ায় জাতীয় ফুলকে অপমান ও অবমাননা করলেন বিধায়ক মদন মিত্র। পাশাপাশি করোনা বিধিকে অমান্য করেই মাস্ক ছাড়া জনসমাগমে বিধায়ক মদন মিত্র মাস্ক ছাড়াই মঞ্চে গান গাইলেন। পৌষ মেলা সমিতির অনুষ্ঠানে শরীরিক দূরত্ব বিধি ছিল দূরঅস্ত।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: