চিত্র: ছাত্রী অনুষ্কা দে |
ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের উদ্যোগে স্কুলে-স্কুলে করোনা টিকা দেওয়া অভিযান চলছে। আর সেই টিকা নিয়েই এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে অবশেষে মৃত্যু। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া শহরে। ছাত্রীর নাম অনুষ্কা দে। চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলের একাদশ শ্রেনীর ছাত্রী। বয়স ১৮। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, স্বাভাবিক ভাবেই গত ৯-ই জানুয়ারি করোনার টিকা নিয়েছিল অনন্য ছাত্রীদের মতোই স্কুলে গিয়ে, এরপর জ্বর আসে, যদিও ভ্যাক্সিন নেবার পর হালকা গা গরম বা কাঁপুনি দিয়ে জ্বর এটা স্বাভাবিক ভাবেই সবার দেহে-ই কমবেশি ঘটেছে। তেমনি ওই ছাত্রীর দেহেও জ্বর আসতেই জ্বর কমানোর ঔষুধ প্যারাসিটামল ট্যাবলেট খাইয়েছিল অনুষ্কার বাবা-মা। এরপর দু'দিন সুস্থই ছিল। কোনও জ্বর আসেনি সেই দু'দিন।
জ্বর কমলেও হঠাৎ অনুষ্কার সারা দেহে ব্যাথা-অসহ্য ভাব অনুভূতি হয়। ব্যাথা স্থানে অনুষ্কার বাবা বরফ লাগিয়ে ব্যাথা কমানোর চেষ্টায় ছিল সাথে মাথা ব্যাথাও কিন্তু বরফ লাগানো সত্ত্বেও কাজ না হতে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় অনুষ্কাকে। এরপর সোমবার ভোর ৩টে নাগাদ অনুষ্কার মৃত্যু হয়। পরিবার যুক্তি, "তাদের মেয়ে সুস্থই ছিল, কিন্তু ভ্যাক্সিন নিতেই অসুস্থ হয়ে পড়ে"। অনুষ্কার বাবা সুব্রত দে বলেন,"আমার মেয়েকে গত ৯-জানুয়ারি যে ভ্যাক্সিনটা দেওয়া হয়েছিল তা ভালো ছিলনা"।
Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
হুগলি
0 Comments: